Top
সর্বশেষ

মুম্বাই ও কেকেআর থেকে প্রস্তাব পেয়েও আইপিএল খেলা হচ্ছেনা মোস্তাফিজের

০৫ সেপ্টেম্বর, ২০২০ ৯:১৯ পূর্বাহ্ণ
মুম্বাই ও কেকেআর থেকে প্রস্তাব পেয়েও আইপিএল খেলা হচ্ছেনা মোস্তাফিজের

প্রথমাবেরর মতো আইপিএলের এবারের আসরে দেখা যাবে না কোন বাংলাদেশী ক্রিকেটারকে। ‍শেষ পর্যন্ত মোস্তাফিজের সুযোগ মিললেও বিসিবির অনাপত্তিপত্র না মেলায় খেলা হচ্ছে না ফিজেরও।
নিষেধাজ্ঞার কারণে এবারের আইপিএলে সাকিবের না থাকাটা স্বাভাবিক। যেকারণে ড্রাফটে সবার আশা ছিল দল পাবেন কাটার মাস্টার। সেটাও হয়নি। তবে দেরিতে হলেও আইপিএলে ডাক পড়েছিল মোস্তাফিজের। দুই বড় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু বিসিবির কাছে অনাপত্তিপত্র চাইলে সামনে শ্রীলঙ্কা সফরের কথা চিন্তা করে তাকে আর এনওসি দেয়নি বোর্ড।

এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, “ আইপিএল থেকে প্রস্তাব এসেছিল আমাদের কাছে। তবে আমাদের যেহেতু জাতীয় দলের কমিটমেন্ট আছে, তাই ওকে এনওসি দেওয়া হয়নি। সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এই সিরিজও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

শেয়ার