Top
সর্বশেষ

করোনাভাইরাস: মৌলভীবাজার পৌর এলাকায় মৃত্যু ২

০৮ এপ্রিল, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ
করোনাভাইরাস: মৌলভীবাজার পৌর এলাকায় মৃত্যু ২
মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার পৌর এলাকার দ্বারক ও পশ্চিম ধরকাপন এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) মৌলভীবাজার পৌরসভার দ্বারকের ১ জন এবং পশ্চিম ধরকাপন এলাকার ১ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন।

মৃত্যুবরণকারীর পরিবার সূত্রে জানা যায়, মৌলভীবাজার পৌরসভার দ্বারক এলাকার বৃক্ষপ্রেমী নিজামুল ইসলাম (ডালুন) সিলেটের সামছুদ্দিন হাসপাতালে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে মৃত্যবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বাদ মাগরিব মৌলভীবাজার শহরের দ্বারক জামে মসজিদ সংলগ্ন মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৃত নিজামুল ইসলাম (ডালুন) এর মামাতো ভাই মৌলভীবাজার সাইক্লিং কমিটির মডারেটর ইমন আহমেদ।

অপর দিকে পার্শবর্তী পশ্চিম ধরকাপন এলাকার ইনছান উল্লার পুত্র ক্ষুদ্র ব্যবসায়ী মাসুক মিয়া বুধবার সন্ধ্যায় সিলেটের সামছুদ্দিন হাসপাতালে মৃত্যবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি ৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মাসুক মিয়ার নামাজে যানাজা শেষে রাত সাড়ে ১০ ঘটিকায় পশ্চিম ধরকাপন এলাকাস্থ কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ জানান, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এর নির্দেশনায় মৃত উভয় ব্যক্তির যানাজা ও দাফন সম্পন্ন করেন।

করোনা টিমে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী টিম প্রধান এস এম গোলাম কিবরিয়া, টিম সমন্বয়কারী, সুমন আহমদ, সংগঠনের সিনিয়র সদস্য আলমগীর আহমদ, শাহিন আহমদ, মোঃ আজাদুজ্জামান, এম.জে এইচ সামীর ও হাফেজ মাওলানা ওয়াকিবুর রহমান।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বুধবার রাতে জানান, চলতি বছরের শুরুর দিকে করোনা শনাক্তের হার কমে এলেও সম্প্রতি আবারও বাড়ছে। সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সংক্রমণ রোধে সরকার লকডাউন ঘোষণা করলেও অনেকেই তা মানছেন না। এতে করে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। করোনা শনাক্তে ১৩৮ টি নমুনা পরীক্ষার জন্য পাঠালে সেখান থেকে ২২ জনের পজেটিভ এসেছে।  করোনা সনাক্তের হার ১৬ ভাগ। আক্রান্ত রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।  জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সরকারি হিসেবে জেলায় মারা গেছেন ২৪ জন।

শেয়ার