Top
সর্বশেষ

সিরাজগঞ্জের সমাজ সেবক প্রফেসর মতিউর রহমান আর নেই

০৮ এপ্রিল, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ
সিরাজগঞ্জের সমাজ সেবক প্রফেসর মতিউর রহমান আর নেই
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মুহম্মদ মতিউর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরের দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর বেলতৈল গ্রামের বাসিন্দা ছিলেন এবং বর্তমানে তিনি স্ব পরিবারে ঢাকার বনানীতে থাকতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার ছেলে আমেরিকা প্রবাসী আবেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৯ মার্চ অসুস্থ অবস্থায় তাকে উল্লেখিত হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি বৃহস্পতিবার দুপুর ১২ টা ১৪ মিনিটের সময় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি সাহিত্য আন্দোলনের অগ্রপথিক, লেখক, গবেষক সম্পাদক ও কবি ফররুখ ফাউন্ডেশনের সভাপতি। নজরুল একাডেমী প্রকাশিত ‘গদ্য সাহিত্যে নজরুল’ গ্রন্থের রচয়িতা, নজরুল গবেষক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় ঢাকার বনানী সামরিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে।

শেয়ার