Top
সর্বশেষ

মাদারীপুরে ধনিয়া চাষে বাম্পার ফলন

০৯ এপ্রিল, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ
মাদারীপুরে ধনিয়া চাষে বাম্পার ফলন
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলার চারটি উপজেলায় চলতি বছর ধনিয়া চাষে বাম্পার ফলন হয়েছে। এদিকে বাজারে ধনিয়ার দাম বেশি থাকায় চাষীদের মুখে হাসির রেখা ফুটে উঠেছে।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, জেলার চারটি উপজেলায় মৌসুমে ৪০০০ হেক্টর জমিতে ধনিয়া চাষের লক্ষ্যমাএা নির্ধারন করা হয়। এরমধ্যে মাদারীপুর সদর উপজেলায় ৮০০ হেক্টর, কালকিনি উপজেলায় ৩০০ হেক্টর, রাজৈর উপজেলায় ৭০০ হেক্টর ও শিবচর উপজেলায় ২২০০ হেক্টর। কিন্তু চলতি বছর ধনিয়া আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।

কৃষি অফিস আরো জানায়, এবার হেক্টর প্রতি ৩ শ’ কেজি ধনিয়া উৎপাদন বেশি হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ গ্রামের ধনিয়া চাষি আঃ হালিম মোল্লা(৬৪) জানান, চলতি বছর আমার ৩০ শতাংশ জমিতে  সাড়ে ১০ মন ধনিয়া উপাদন হয়েছে। তিনি আরো বলেন, এবার ধনিয়ার যে  বাম্পার ফলন হয়েছে  এ অঞ্চলে বিগত দিনে ধনিয়ার এরকম ফলন হয়নি।

একই এলাকার রশিদ কাজির ছেলে দুলাল কাজি (৬৩) জানান, আমার ৬৩ শতাংশ জমিতে ১৮ মন ধনিয়া উপাদন হয়েছে। এরকম ফলন আগে কোন বছরই হয়নি। এ ছাড়া এলাকার জুলহাস বেপারি (৫৫) আলমগির কাজি (৫৬) মিজান কাজি (৪০) ও মেরজন খালাসি (৪৮) এবার ধনিয়া আবাদ করে  আর্থিকভাবে লাভবান হয়েছেন।

বর্তমান জেলার হাটে বাজারে প্রতিমন ধনিয়া ২৭০০ টাকা থেকে ৩০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গতবার যা ছিলো ২৪ শত থেকে ২৫ শত টাকা।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, চলতি রবি মৌসুমে আবহাওয়া ভাল থাকায় ধনিয়া আবাদ অনেক ভাল হয়েছে। উৎপাদিত ধনিয়ার দাম ভাল থাকায় চাষীরা লাভবান হচ্ছে।

শেয়ার