Top
সর্বশেষ

গাইবান্ধায় ভ্রাম্যমান আদালতের অভিযান: স্বাস্থ্যবিধি না মানায় ৮ মামলা

১০ এপ্রিল, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
গাইবান্ধায় ভ্রাম্যমান আদালতের অভিযান: স্বাস্থ্যবিধি না মানায় ৮ মামলা
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধায় স্বাস্থ্যবিধি না মানা ও করোনাকালীন যানবাহনে অবৈধ যাত্রী বহন করায় ভ্রাম্যমান আদালত ৮ জনের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করেছে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিষ্ট্রেট নুসরাত জাহান শহরের কদম তলায় সুন্দরগঞ্জ সড়কে অভিযান চালায়।

এসময় তিনি করোনাকালীন সরকারি বিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় ৮ টি যানবাহন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে। এছাড়াও অবৈধভাবে রাস্তায় চলার অভিযোগে একটি ট্রাক আটক করে থানায় সোপর্দ করেন।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জানান, সরকারি বিধি না মানা ও যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনসহ মাক্স ব্যবহার না করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

শেয়ার