Top
সর্বশেষ

সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক শকে মৃত্যু

১০ এপ্রিল, ২০২১ ৬:২৯ অপরাহ্ণ
সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক শকে মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে সেচ পাম্পে বৈদ্যুতিক শকে মসলিম ওরফে কোঠলা (৪০) নামে এক কৃষক মারা গেছেন।

শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত রাতে জেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। মসলিম ওরফে কোঠলা উপজেলার কইঝালা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

মসলিম গ্রামের মনির উদ্দিনের সেচ পাম্প দিয়ে পাশের বোরো ক্ষেতে সেচ দিতে যায়। সুইচে হাত দিতেই বৈদ্যুতিক শক লেগে ছিটকে পড়েন ও মারা যান তিনি। পরদিন শনিবার সকাল বেলা মসলিমের স্ত্রী নূরজাহান পাম্প ঘরে গিয়ে দেখেন মসলিম মরে পড়ে রয়েছে।

তার চীৎকারে লোকজন ছুটে আসে। হরিপুর থানার ওসি এস এম আওরঙজেব জানান, সেচ পাম্পের বৈদ্যুতিক শক লেগেই মসলিমের মৃত্যু হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শেয়ার