Top
সর্বশেষ

কোটালীপাড়ায় ট্রাক- এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

১৫ এপ্রিল, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ট্রাক- এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাক-এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ফুরু শেখ( ৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারশী বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফুরু শেখ উপজেলার তারাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি এম্বুলেন্সের তারাশী বাসস্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাক ও এম্বুলেন্সের মাঝে পড়ে ভ্যান চালক ফুরু শেখ গুরুতর আহত হয়। গুরুতর আহত ফুরু শেখকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করা হলে এখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটে।

চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ট্রাক ও এম্বুলেন্স আটক করা হয়েছে।

শেয়ার