Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুলিশ সদস্য আটক

২৪ এপ্রিল, ২০২১ ১:২৮ অপরাহ্ণ
অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুলিশ সদস্য আটক

বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসের অভিযোগে বরগুনায় জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) এক গাড়ি চালককে নারীসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকার একটি ভাড়াবাসা থেকে তাদের আটক করা হয়।

আটক গাড়ি চালকের নাম মো. জাহিদুল ইসলাম। তিনি এনএসআই’র বরগুনা কার্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বিয়ে না করেই গত ১ এপ্রিল থেকে বরগুনার লাকুরতলা এলাকায় ওই নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়াবাসায় বসবাস শুরু করেন জাহিদুল। পরে ওই নারী বিষয়টি স্থানীয়দের অবগত করেন।

পরবর্তীতে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত হন বরগুনার এনএসআই’র সহকারী উপ-পরিচালক লুৎফর রহমান।

বরগুনার এনএসআই’র সহকারী উপ-পরিচালক লুৎফর রহমান বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুলিশ ওই নারীসহ জাহিদুলকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, এনএসআই’র গাড়িচালক জাহিদুল বিয়ে না করেও ওই নারীকে নিয়ে বসবাস করছিলেন। ওই নারীর মাধ্যমে স্থানীয়রা বিষয়টি জানতে পায়। এরপর তাদের আটক করে পুলিশে খবর দেন তারা।

তিনি আর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বরগুনার এনএসআই’র সহকারী উপ পরিচালকও। তিনি ওই নারী এবং জাহিদুলের সঙ্গে কথা বলে তাদের বিয়ে না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর তার অনুমতি নিয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার