Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু

২৫ এপ্রিল, ২০২১ ২:১১ অপরাহ্ণ
চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু

চট্টগ্রামে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা জেলায় এ যাবৎকালের সর্বোচ্চ।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এই ১১ জনের মধ্যে আটজন ছিলেন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা; আর তিনজন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে এপ্রিল মাসের ২৪ দিনে করোনাভাইরাসে মোট ১০৯ জনের মৃত্যু হল চট্টগ্রাম জেলায়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী রোববার বলেন, “জেলায় ২৪ ঘণ্টায় এত বেশি মানুষের মৃত্যু এর আগে আর হয়নি।”

গত ১০ এপ্রিল সিভিল সার্জন কার্যালয় এক দিনে নয় জনের মৃত্যুর খবর দিয়েছিল, সেটাই ছিল এতদিন জেলার রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় এক হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করে নতুন ১৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের ১৪১ জন মহানগরীর এবং ৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন বলেন, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আগের চেয়ে কমেছে। জেলায় শনাক্তের হার যেখানে ২৪ শতাংশ পর্যন্ত উঠেছিল, তা এখন ১৪ শতাংশে নেমেছে।

এ নিয়ে চট্টগ্রামে শনাক্ত কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ৮৮৭ জনে। তাদের মধ্যে মোট ৪৯৭ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার