Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

চট্টগ্রামে আরও ৭ মৃত্যু, শনাক্ত ২০৮

২৬ এপ্রিল, ২০২১ ২:১৯ অপরাহ্ণ
চট্টগ্রামে আরও ৭ মৃত্যু, শনাক্ত ২০৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০৪ জনে। করোনায় চট্টগ্রামে চলতি মাসে (২৬ এপ্রিল পর্যন্ত) মারা গেছেন ১১৫ জন।

এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ হাজার ৯৫ জনে। সোমবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮টি ল্যাবে ১৩৬১টি নমুনা পরীক্ষা করলে ২০৮ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ১৫৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৪৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৯৫ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৩৯ হাজার ৪০০ জন্য আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৯ হাজার ৬৯৫ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৫০৪ জন। যার মধ্যে নগরীর ৩৭৫ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২৯ জন।

শেয়ার