Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

মাগুরায় অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছেন জনপ্রতিনিধিরা

২৭ এপ্রিল, ২০২১ ২:৩২ অপরাহ্ণ
মাগুরায় অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছেন জনপ্রতিনিধিরা

প্রধান মন্ত্রীর আহবানে সাড়া দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা অসহায় কৃষকদের জমির পাকাধান কেটে ঘরে তুলে দেয়া শুরু করেছে। শ্রমিক সংকট ও চড়া মজুরির কারণে জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না এমন তিন দরিদ্র বর্গা চাষীর ধান কেটে ঘরে তুলে দিলেন মাগুরার জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম।

ওই দরিদ্র তিন কৃষক হলেন মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের খোর্দ্দছোনপুর গ্রামের মেহেদী শিকদার, গোলাম শিকদার ও ছত্তার মোল্ল্যা।

গতকাল সোমবার (২৬ এপ্রিল) জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে স্থানীয় ইউনিয়ন আ.লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ওই তিন কৃষকের জমিতে যান। সেখানে গিয়ে মেহেদী শিকদারের ৪৩ শতক, গোলাম শিকদারের ১১০ শতক ও ছত্তার মোল্ল্যার ৬০ শতক জমির পাকা ধান কেটে দেন। পরে ধানের আঁটি মাথায় করে বাড়িতে পৌঁছে দেন তারা। এদিকে অপ্রত্যাশিত ভাবে বিনা মজুরিতে জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারায় আনন্দে আত্মহারা হয়ে যান দরিদ্র তিন কৃষক।

ধানকাটায় অংশ নেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মান্নান শিকদার, ৭নং ওয়ার্ড আ.লীগ নেতা শাহাবুদ্দিন শিকদার, জেলা ছাত্রলীগ নেতা মফিজুর রহমান, মনিরুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বাকিয়ার রহমান, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক দাউদ জোয়ার্দার।

জগদল গ্রামের উপকারভোগী কৃষক মেহেদী শিকদার বলেন, এবছর ধানের ফলন ভাল হলেও চড়া মজুরির কারণে জমির ধান কাটতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছিল। চড়ামূল্যে শ্রমিক দিয়ে ধান কাটলে আমার উৎপাদন খরচ উঠবেনা। এই অবস্থায় জমির ধান বৈরী আবহাওয়ায় নষ্ট হচ্ছিল। আমাদের চেয়ারম্যান রফিক ভাইয়ের উদ্যেগে আমার জমির ধান কাটা হয়েছে।খুব উপকার হয়েছে আমার।

জগদল ইউপি চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে পেরে নিজেদেরও ভালো লাগছে। ভবিষ্যতেও একইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার