পাকিস্তান সুপার লিগের বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ অনুষ্ঠিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএলের) বদলি প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিবকে নেন তারা। এছাড়া বাংলাদেশ থেকে আরও দল পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস। মাহমুদউল্লাহ মুলতান সুলতান এবং লিটন দাস খেলবেন করাচি কিংসের হয়ে।
মঙ্গলবার এই ড্রাফট অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি। এই ড্রাফটে রাখা হয়েছিল ১৩৪ জন বিদেশি খেলোয়াড়কে। জনপ্রিয় ক্রিকেট সাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে।
মহামারি করোনাভাইরাসের কারণে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। মার্চের ৪ তারিখ বন্ধ হওয়ার আগে অনুষ্ঠিত হয় ১৪টি ম্যাচ। তবে বাকি রয়েছে আরও ২০টি ম্যাচ। এমন অবস্থায় টুর্নামেন্ট শুরুর নতুন দিন-তারিখ চূড়ান্ত করেছেন আয়োজকরা।
আগামী ১ জুন থেকে আবার মাঠে গড়াবে পিএসএলের বাকি অংশের খেলা। ফাইনাল ম্যাচ হবে ২০ জুন। এর আগে সব দলকে পরিবর্তিত খেলোয়াড় নিচ্ছে আয়োজকরা। নতুন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে বদলি খেলোয়াড় দলে ভেড়াতে পারবে দলগুলো।