Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু, আহত ৩

২৮ এপ্রিল, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু, আহত ৩
সুনামগঞ্জ (সিলেট) প্রতিনিধি :

সুনামগঞ্জের  দিরাই উপজেলার মধুরাপুর গ্রামে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৩ জন।মারা যাওয়া দুই ভাই হলেন দিরাই’র মধুরাপুরের গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে ফখরুল আহমদ (৪৭) ও ফজলু মিয়া (৪৫)।

বুধবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার থলেরবন্দ হাওরে এ ঘটনা ঘটছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় বুধবার ভোরে উপজেলার মধুরাপুর গ্রামের কয়েকজন কৃষক গ্রামের পাশের থলেরবন্দ হাওরে ধান কাটতে বের হন। হাওরে যাওয়ার পর আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয় এবং আরো ৩ কৃষক গুরুতর আহত হন। গুরুতর আহত ৩ জন হলেন মধুরাপুর গ্রামের সাজনুর মিয়া,হাবিব আহমদ ও লাদেন। আহত ৩ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, ভোরে বজ্রপাতে ধান কাটতে গিয়ে কৃষক দুই ভাইয়ের মৃত্যু হয়েছে, বাকি আহতদের সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার