Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

দেশে প্রথম অনলাইন শস্য উৎসবের উদ্বোধন

০১ মে, ২০২১ ৩:২১ অপরাহ্ণ
দেশে প্রথম অনলাইন শস্য উৎসবের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :

দেশের অন্যতম হোলসেল মার্কেটপ্লেস সদাগরডটকমের আয়োজনে ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উদ্বোধন হলো ‘সদাগর শস্য উৎসব ২০২১’। এ আয়োজনের স্লোগান- শস্যই নিশ্চয়তা, শস্যই সমৃদ্ধি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ শস্য উৎসব থেকে একজন পাইকারি উদ্যোক্তা দেশের যেকোনো প্রান্ত থেকে স্পেশাল মিনিকেট চাল মাত্র ৪০ টাকায় কিনতে পারবেন। একজন উদ্যোক্তা একদিনে পাঁচ টন থেকে শুরু করে সর্বোচ্চ ৩২ টন চাল অর্ডার করতে পারবেন। বুকিংয়ের তারিখ থেকে প্রথম সাতদিনের মধ্যে চালের প্রথম কিস্তির চালান পাওয়া যাবে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সদাগর ডটকমের সিইও আরিফ চৌধুরী, চিফ স্ট্র্যাটেজি অফিসার জাহিদুল আলম শাহ, জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব জাহিদ হাসান, শস্য উৎসব ২০২১-এর প্রজেক্ট ডিরেক্টর নোমান রবিন, জনপ্রিয় সংগীতশিল্পী নাসিম আলী খানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও সাংবাদিকরা।

সদাগর ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ চৌধুরী বলেন, আমাদের শস্য উৎসবের মূল উদ্দেশ্য সরাসরি কৃষকের ঘর থেকে শস্য পৌঁছে যাবে পাইকারের ঘরে। এতে কৃষক পাবেন ন্যায্যমূল্য, পাইকারি ব্যবসায় আসবে সর্বোচ্চ গতি। এজন্য দরকার পাইকারি ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি আমাদের সরকারের আইসিটি বিভাগের সহযোগীতায় সবসময় মানুষের পাশে থাকতে কাজ করছি।

শেয়ার