Top
সর্বশেষ
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা

কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে ধান ও গম সংগ্রহ শুরু

০৪ মে, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে ধান ও গম সংগ্রহ শুরু
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে শহরের সদর এলএসডি অফিসে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে অভ্যন্তরিণ সংগ্রহ অভিযান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হাসান, জেলা খাদ্য পরির্দশক পারভেজ হাসান, উপখাদ্য পরিদর্শক বাবলু মিয়া, সহকারি উপখাদ্য পরির্দশক জেসমিন আক্তার, মিল মালিক সমিতির সভাপতি মাহবুবার রহমান প্রমুখ।

কুড়িগ্রাম সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হাসান জানান, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১হাজার ৫৫৩ মে.টন চাল ও ১০৫ মে.টন গম সংগ্রহের টার্গেট নির্ধারণ করা হয়েছে। প্রতিজন কৃষক সর্বোচ্চ ১টন ধান বা গম সরবরাহ করতে পারবেন। সরকারিভাবে ধানের মূল্য কেজিতে ২৭ টাকা এবং গমের মূল্য ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামি ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু করা হবে।

🔹পুঁজিবাজারের সব রকম খবর পেতে জয়েন করুন –

BP News / BP Capital News / BP Capital Views / BP Stock News / BP ShareBazar News

শেয়ার