Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে সমব্যথী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১২ মে, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে সমব্যথী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
লক্ষীপুর প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সমব্যথী ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুর পৌর এলাকায় ৮০ জন সুবিধা অসহায় জনগোষ্ঠি এতিম,বিধবা ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে (১১ মে) লক্ষ্মীপুর পৌর শহরের পিটিআই সংলগ্ন সংগঠনটির নিজস্ব কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর ফজলেহ রাব্বী। প্রতিটি প্যাকেটে থাকছে সেমাই,চিনি, নুডুস,বাদাম,কিচমিচ ও দুধ।

সমব্যথী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: আলমগীর হোসেন এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম ইউসুফ, প্রভাষক জহিরুল ইসলাম মানিক, লক্ষ্মীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাত, পৌর ৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো:মেহেদী হাসান, সাবেক সেনা কর্মকর্তা মো:মোশারফ,কাজী উসমান মোরর্শেদ,হাজী বিরানীর মালিক আলহাজ্ব,মো: আশরাফুল ইসলাম দিদারসহ গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ সম্পর্কে সংগঠনের সদস্যরা বলেন, আমরা করোনায় ২য় ধাপ ও ঈদকে সামনে রেখে পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী,বিধবা, ও চিন্নমূল দরিদ্র পরিবার গুলোর মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করছি। বিশেষ করে এসব মানুষগুলোকে খুঁজে তাদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে আসছি। পাশাপাশি চলমান লগডাউনের কথা মাথা রেখে পৌরসভায় বিভিন্ন এলাকায় ভিক্ষুক ও দুস্থ জনসাধারণ মাঝে আমাদের এ কায্যক্রম অব্যহত থাকবে বলে জানান তারা।

 

শেয়ার