Top
সর্বশেষ

কুড়িগ্রামে গৃহবধূ হত্যার তদন্তের দাবিতে মানববন্ধন

১৮ মে, ২০২১ ৮:০১ অপরাহ্ণ
কুড়িগ্রামে গৃহবধূ হত্যার তদন্তের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে যৌতুকের কারণে নির্যাতন করে নুরুন হুজ্জাতুনকে হত্যা প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার রমনা ইউনিয়নের শরিফেরহাট সড়কের দুদিকে নিহতের পরিবারের সদস্যরাসহ এলাকার শতশত নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন। তারা হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, নিহতের বাবা আক্তারুজ্জামান বাতেন, মা মুন্নি বেগম, শিক্ষার্থী ফারিদ ইসলাম, কামরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, ওই এলাকার মতিয়ার রহমানের ছেলে এবং প্রাইভেট কোম্পানীতে কর্মরত আরিফুল ইসলামের (৩০) সাথে পার্শ্ববর্তী রমনা ইউনিয়নের শরীফের হাট এলাকার আক্তারুজ্জামানের কন্যা নুরুন হুজ্জাতুনের সাথে প্রায় তিন বছর আগে বিবাহ হয়। তাদের সংসারে নেহা নামে ৭মাসের একটি কন্যা সন্তান রয়েছে। ঈদের দ্বিতীয় দিন শনিবার বিকেলে আরিফুলের স্ত্রী হুজ্জাতুন বাবার বাড়ি বেড়ানোর কথা বলেন। এনিয়ে শ্বশুর বাড়ির লোকজন তাকে বাঁধা দিলে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। এ ঘটনার জেরে গৃহবধূর মরদেহ প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরের ভেতর সিলিং ফ্যানে গলায় ওড়না জড়ানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নুরুনের শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার