Top
সর্বশেষ

মানিকগঞ্জে সাংবাদিক রোজিনাকে নির্যাতন ও মামলার প্রতিবাদে মানববন্ধন

১৯ মে, ২০২১ ১১:০৫ অপরাহ্ণ
মানিকগঞ্জে সাংবাদিক রোজিনাকে নির্যাতন ও মামলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি :

স্বাস্থ্যখাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ আমলাদের দুর্নীতি ঢাকতে রোজিনাকে হেনস্তা করাসহ মামলা দায়ের পূর্বক কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার  (১৯ মে) বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভা এই কর্মসূচির আয়োজন করে। এতে বাংলাদেশের কমিটিউনিস্ট পার্টি (সিপিবি), উদীচী, খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠন একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।

প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার আহবায়ক আবু সালেহ সালেকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বারসিকের জেলার সমন্বয়ক বিমল রায়, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি, আব্দুল মোমিন, খেলাঘর আসরের সদস্য আরশেদ আলী, প্রগতি লেখক সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বন্ধুসভার সদস্য আশিক হোসেন প্রমুখ।

 

শেয়ার