Top
সর্বশেষ

চুয়াডাঙ্গায় ভারত ফেরতসহ দু’জনের করোনায় মৃত্যু

২১ মে, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ভারত ফেরতসহ দু’জনের করোনায় মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় ভারত ফেরতসহ করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১মে) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যাক্তিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে সাকিব উদ্দিন (১৭) এবং দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মৃত ফরতুল্লাহর ছেলে আবুল হোসেন (৭৫)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ্ আকরাম বিষয়টি নিশ্চিত করে জানান, আলমডাঙ্গার সাকিব উদ্দিন গত ৯ মে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। ১০ তারিখে বেলা আড়াইটার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১১ তারিখে নমুনা সংগ্রহ করা হলে ১২ তারিখে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ২১ মে শুক্রবার ভোরে হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাকিব উদ্দিন। ক্যান্সারে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাকে ভারতে নেয়া হয়েছিল।

ওপরদিকে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আবুল হোসেনকে জ্বর, ঠান্ডা ও স্বাসকষ্ট দিয়ে ১৫ মে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। ১৬ তারিখে নমুনা সংগ্রহ করা হলে পরদিন ১৭ মে নমুনা সংগ্রহের রিপোর্ট পজেটিভ আসে। ওইদিনই আবুল হোসেনকে রাখা হয় হাসপাতালের রেডজোনে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪ টার দিকে মারা যায়।স্বাস্থ্যবিধি মেনেই তাদের দাফণকার্য সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

শেয়ার