Top
সর্বশেষ

১৭ বছর পর রামোসকে ছাড়াই স্পেন দল ঘোষণা

২৪ মে, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
১৭ বছর পর রামোসকে ছাড়াই স্পেন দল ঘোষণা

দেখতে দেখতে চলে এলো ইউরো চ্যাম্পিয়নশিপের নতুন আসর। আগামী ১১ জুন থেকে শুরু হবে ইউরোপের দেশগুলোর ফুটবলের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। ইউরোকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন।

কিন্তু সেখানে নেই দলের অধিনায়ক সার্জিও রামোসের নামটিই। ইনজুরির কারণে তাকে ছাড়াই ২৪ জনের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস এনরিকে।

চোটের কারণে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পর রিয়াল মাদ্রিদের হয়ে আর ম্যাচ খেলতে পারেননি সার্জিও রামোস। লা লিগার পুরো মৌসুমে মাত্র ১৫টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন ৩৫ বছর বয়সী এ ডিফেন্ডার।

স্পেনের হয়ে দুইটি ইউরো এবং একটি বিশ্বকাপ জেতা রামোস, জাতীয় দলের হয়ে খেলেছেন ১৮০টি ম্যাচ। ২০০৪ সালের পর প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে রামোসকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করা হলো স্পেনের।

দলের অধিনায়ককে বাইরে রাখার বিষয়ে এনরিকে বলেছেন, ‘আমি বিশেষভাবে আমাদের অধিনায়ক সার্জিও রামোসের কথা বলতে চাই। আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগে অনেক ভেবেছি। গত জানুয়ারির পর থেকে তিনি ঠিক অবস্থায় খেলতে পারেননি।’

এনরিকে আরও যোগ করেন, ‘আমি গতকাল রাতেও তার সঙ্গে কথা বলেছি। এটা খুবই কঠিন। আশা করি সে দ্রুতই ফিরে আসবে। এখন আপাতত জাতীয় দলের সেরাটাই খুঁজে বের করতে হবে আমাকে। রামোসের জন্য সবসময়ই আমার শুভকামনা থাকবে।’

এসময় ২৪ জনের স্কোয়াড ঘোষণার ব্যাপারে স্পেন কোচ বলেছেন, ‘আমরা ২৪ জনের স্কোয়াড ঘোষণা করেছি কারণ তারা (যারা সুযোগ পেয়েছে) যেন এটা বুঝতে পারে যে, দলের জন্য তারাও গুরুত্বপূর্ণ। সাধারণত যেকোনো টুর্নামেন্টে ১৮-১৯ জনকে দেখা যায়।’

আগামী ১১ জুন থেকে ইউরো শুরু হলেও, স্পেনের প্রথম ম্যাচ ১৫ জুন। যেখানে তাদের প্রতিপক্ষ সুইডেন। এছাড়া ‘ই’ গ্রুপের অন্য দুই দেশ হলো পোল্যান্ড ও স্লোভাকিয়া। ইউরোর মূল আসরে নামার আগে পর্তুগাল ও লিথুনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন।

আসন্ন ইউরোতে স্পেন স্কোয়াড
গোলরক্ষক: উনাই সাইমন, ডেভিড ডি গিয়া, রবার্ট সানচেজ

ডিফেন্ডার: হোসে গায়া, জর্দি আলবা, পাও তোরেস, এমেরিক লাপোর্তে, এরিক গার্সিয়া, ডিয়েগো লরেন্তে, সিজার এজপিলিকুয়েটা, মার্কোস লরেন্তে

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, রদ্রি, পেদ্রি, থিয়াগো, কোকে, ফাবিয়ান

ফরোয়ার্ড: দানি ওলমো, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা, জেরার্ড মোরেনো, ফেররান তোরেস, অ্যাডাম ট্রাওরে, পাওলো সারাবিয়া।

শেয়ার