বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে সৌদি আরব যাওয়ার কথা ছিল জাতীয় ফুটবল দলের। তবে কোয়ারেন্টাইন জটিলতায় ফুটবল দলের সৌদি আরব যাত্রা হলো না। ফলে ঘরের মাঠেই প্রস্তুতি সারতে হচ্ছে জামাল-তপুদের।
সৌদি আরব না যাওয়ায় প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও (২৫ মে) অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় দল। সকাল সাড়ে ৯টায় ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসন্ন ম্যাচগুলোর জন্য নিজেদের প্রস্তুত করে ফুটবলাররা।
এদিন অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সৌদি আরবে যাওয়া না হলেও দল ভালো করবে বলে বিশ্বাস অধিনায়ক।
জামাল ভূঁইয়া বলেন, ‘সৌদি আরবের খেলা বাতিল হওয়ায় আমাদের প্র্যাকটিস ম্যাচটি হচ্ছে না, কিন্তু আশা করছি আমরা পরবর্তী ম্যাচগুলোতে ভালো করবো।’
কাতারে গিয়ে বাংলাদেশকে খেলতে হবে আফগানিস্তানের বিপক্ষে। সেই আফগানিস্তান মঙ্গলবার (২৫ মে) মাঠে নামবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। প্রতিপক্ষের দলের খেলা বাংলাদেশ ফুটবল দল একত্রে দেখবে বলে সংবাদমাধ্যমকে জানান জামাল।
তিনি বলেন, ‘আজকের (২৫ মে) আফগানিস্তান বনাম ইন্দোনেশিয়ার খেলা আমরা সবাই মিলে দেখবো এবং সেটি পর্যালোচনা করবো’