বিদেশি কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের। তবে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষরা কাজটি ভালোভাবেই সারছে। এই যেমন মঙ্গলবার রাতে আফগানিস্তান দারুণ এক জয় পেয়েছে ইন্দোনেশিয়ার বিপক্ষে।
কাতার যাওয়ার আগে আফগানরা এ প্রস্তুতি ম্যাচ খেলেছে দুবাইয়ে। ইন্দোনেশিয়াকে তারা হারিয়েছে ৩-২ গোলে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আফগানিস্তান দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে ব্যবধান ৩-০ করলেও পরে ২ গোল হজম করে।
৭, ৪৪ ও ৫২ মিনিটে গোল করে আফগানরা। ৩-০ তে পিছিয়ে পড়া ইন্দোনেশিয়া ব্যবধান কমায় ৫৯ ও ৬৪ মিনিটে গোল করে।
দোহায় বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে ৩ জুন। দুই দেশের প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জিতেছিল আফগানরা। দোহায় বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৭ জুন ভারতের বিপক্ষে ও শেষ ম্যাচ ওমানের বিপক্ষে ১৫ জুন।