Top
সর্বশেষ

ঘূর্ণিঝড় ইয়াস: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সীমিত আকারে চলছে ফেরি

২৬ মে, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় ইয়াস: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সীমিত আকারে চলছে ফেরি
রাজবাড়ী প্রতিনিধি :

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল রাজবাড়ীর পদ্মা-যমুনা। যার ফলে সীমিতভাবে ফেরি চলাচল করছে জেলার গোয়ালন্দ উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।

বুধবার (২৬ মে) সকাল ১০ টার দিকে বিআইডব্লিউটিসির দৌলতাদিয়াঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে পদ্মা-যমুনা নদীতে ঢেউ বাড়ছে। দুর্ঘটনা এড়াতে সীমিতভাবে ফেরি চলাচল করছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। বর্তমান এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১৫ টি ফেরি চলাচল করলেও। ঘূর্নিঝড় ইয়াসের কারনে ছোট বড় মিলে ৭ টি ফেরি জরুরি যানবাহন পারাপারের জন্য চলাচল করছে। ফেরি চলাচল সীমিত হওয়ায় নৌরুট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের সারি বাড়ছে ও লঞ্চ বন্ধ থাকায় যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে।

অবস্থা প্রতিকূল মনে হলে জান-মাল রক্ষার স্বার্থে যে কোন সময় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।

শেয়ার