Top

সিরাজগঞ্জে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট

২৯ মে, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট
 সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লায় সন্ত্রাসী হামলায় বাড়িঘর ও দোকানপাট ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে। চাঁদা দাবির মামলা করায় শুক্রবার (২৮ মে) রাতে এ ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত মহল্লার সেলিম রেজার কাছে গত ২০ মে ধানবান্ধি মহল্লার সানু গংরা বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে আসছিল। এ চাঁদার টাকা না দেয়ায় তাকে মারপিট করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয় এবং শুক্রবার সন্ধ্যা রাতে পুলিশ সানুকে (৩০) গ্রেফতার করে। এ গ্রেফতারের পর তার লোকজন ক্ষীপ্ত হয়ে কমপক্ষে ১৫টি বাড়ি ও দোকানপাটে হামলা ভাংচুরসহ লুটপাট করে।

ওসি বাহাউদ্দিন ফারুকী আরও জানান, পুলিশ কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার