Top

মিরসরাইয়ে বিএসআরএম’কে আল্টিমেটাম দিয়ে মানববন্ধন

৩০ মে, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
মিরসরাইয়ে বিএসআরএম’কে আল্টিমেটাম দিয়ে মানববন্ধন
‌মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

মিরসরাই উপজেলায় বিএসআরএম গেটের সামনে সর্বসাধারণের মানববন্ধন করেছে। রোববার (৩০ মে) সকাল ১০ ঘটিকায় বিএসআরএম গেটের সামনে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন এর তত্ত্বাবধানে মানববন্ধন হয়। এসময় সর্বস্তরের জনতার পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দসহ মিরসরাই উপজেলার এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

মিরসরাই উপজেলায় কয়েকটি এলাকায় তীব্র পানি সংকট সৃষ্টি হওয়ায় বিএসআরএম কারখানাকে দোষারোপ করে আসছেন মিরসরাইয়ে সাধারণ জনগণ। এ পানির সংকটকে কেন্দ্র করে মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যার ফলশ্রুতিতে আজ এই মানববন্ধন ।

এ সময় রড উৎপাদন বন্ধ করতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি আল্টিমেটাম দেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, এখন থেকে বিএসআরএম ফ্যাক্টরীতে কোন প্রকার স্ক্যাপ (কাঁচামাল) প্রবেশ করতে দেয়া হবে না।

দুই মাস সময় বেধে দিয়েছেন তিনি এবং আগামী ১ বছরের মধ্যে জনবসতি এলাকা থেকে কারখানা সরিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে স্থানান্তরের আল্টিমেটাম দিয়েছেন।

শেয়ার