Top
সর্বশেষ

‘আমরা আবারও ফাইনালে উঠব’

৩০ মে, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
‘আমরা আবারও ফাইনালে উঠব’

ইউরোপসেরা প্রতিযোগিতার ফাইনালে ইতিহাস গড়ার হাতছানি ছিল ম্যানচেস্টার সিটির সামনে। কিন্তু সিটিকে সেই কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ উপহার দিতে পারলেন না পেপ গার্দিওয়ালা। ম্যানসিটিকে হারিয়ে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ট্রফি ঘরে তুলেছে চেলসি। তবে হারলেও ভেঙে পড়ছেন না গার্দিওয়ালা। ম্যাচ শেষে জানালেন, ফের এই মঞ্চে ফিরবেন তিনি।

প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা সবশেষ আট দলই হেরেছে। গেল দুবছর টটেনহ্যাম ও পিএসজিকে প্রথমবারের মতো ফাইনালে উঠে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার একই ফল পেল ম্যানচেস্টার সিটিও।

গতকাল শনিবার পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়ে চ্যাম্পিয়নস লিগের অল ইংলিশ ফাইনালে ম্যানসিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে চেলসি। দলের হয়ে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ।

গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী ম্যাচ শেষে বিটি স্পোর্টসকে সিটির কোচ গার্দিওয়ালা বলেন, ‘এটি আমাদের জন্য একটি ব্যতিক্রমী মৌসুম ছিল। আজকের ম্যাচটি অনেক কঠিন ছিল। তবে আমাদেরও সম্ভাবনা ছিল। আমরা দ্বিতীয়ার্ধে উজ্জ্বল ছিলাম। সাহসী ফুটবলও খেলেছি। কিন্তু সম্ভাবনাগুলোকে গোলে রূপান্তর করতে পারিনি। তবে আমরা ফের একদিন এই মঞ্চে ফিরে আসব।’

গার্দিওয়ালা আরও যোগ করেন, ‘সামনে লক্ষ্য হলো ছেলেদের বিশ্রাম দেওয়া। এরপর পরের মৌসুমের জন্য তৈরি হওয়া। আমরা প্রথমবার এই ফাইনালে খেলেছি, ভবিষ্যতে আবার এই মঞ্চে থাকব।’

পেপ গার্দিওলা কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বেশি হেরেছেন চেলসির কাছে। চেলসির কাছে টানা তিন ম্যাচ হেরেছে গার্দিওলার দল। একই সঙ্গে কোচিং ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার বড় কোনো ফাইনালে হারলেন গার্দিওলা।

শেয়ার