Top

ফেনীতে নিজ ঘর থেকে ট্রাফিক ইন্সপেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

০১ জুন, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ
ফেনীতে নিজ ঘর থেকে ট্রাফিক ইন্সপেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার
ফেনী প্রতিনিধি :

ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর সফিকুল আজম (৪৫) সফিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সফিউল আজমের বাড়ী টাঙ্গাইল জেলায়।

সোমবার (৩১ মে) বিকেলে শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরী পাড়াস্থ আশিক মন্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ফেনীর ওসি (ডিবি) সাইফুল ইসলাম জানান, ট্রাফিক ইন্সপেক্টর সফিকুল আজম পাগলা মিয়া সড়কের আশিক মঞ্জিলে একা থাকতেন। গত শুক্রবার রাতে সফিকুল আজম নিজ কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরেন। এরপর থেকে তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে সোমবার দুপুরে পঁচা-দুগর্ন্ধ বের হয়। বাড়ীর মালিক মনির আহম্মদ ওই পুলিশের ঘরের দরজা বন্ধ দেখতে পান। এসময় কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনাটি জানাজানি হলে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, র‌্যাব, সিআইডি, পিবিআইসহ আইন-শৃংঙ্খলা বাহিনীর একাধিক দল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারেন। তিনি জানান, বিষয়টি ব্যাপকভাবে খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার