Top

রোকন হত্যা: ৫ আসামির আত্মসমর্পণ

০১ জুন, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
রোকন হত্যা: ৫ আসামির আত্মসমর্পণ
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শিক্ষার্থী হাফেজ রোকনুজ্জামান (২০) হত্যা মামলায় ৫ আসামি আত্মসমর্পণ করেছেন। মামলার মোট ৬ জনের মধ্যে ৫ জন ঝিনাইদহ কোর্টে এসে আত্মসমর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করছেন শৈলকূপা থানার সার্কেল সিনিয়র এএসপি আরিফুল ইসলাম।

সোমবার (৩১ মে) আসামিরা দলবদ্ধভাবে ঝিনাইদহ কোর্টে এসে হাজির হন।

আত্মসমর্পণ কারী আসামিরা হলো প্রধান আসামি সিরাজুল ইসলাম (শিলু) বাদশা মোল্লা, কিবরিয়া, তুর্কি, ও জিল্লু। নিহত রোকনের বাবা আব্দুর রশিদ মোল্যা তার ছেলের হত্যাকান্ডে প্রধান আসামিসহ সকলের সর্বোচ্চ সাজা দাবি করেন।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত ২৮-০৩-২০২১ ইং রবিবার চাচাতো ভাই সিরাজুল ইসলাম শিলুর ছুরিকাঘাতে রোকন গুরুতর আহত হয়। পরে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রোকনকে মৃত ঘোষণা করে। রোকন হত্যাকান্ডে ৬ জনের নাম উল্লেখ করে নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার