Top

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ঠে সার্জেন্ট নিহত

০২ জুন, ২০২১ ২:২৩ অপরাহ্ণ
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ঠে সার্জেন্ট নিহত
গাইবান্ধায় প্রতিনিধি :

গাইবান্ধায় বুধবার (২ জুন) রাত প্রায় ১ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল মামুনের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার বখতিয়ার উদ্দিন জানান,শহরের পুরাতন জেলখানার সামনে রাস্তার পাশে ট্রাফিক পুলিশের ব্যারাকের নির্মান কাজ চলছিলো । মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে মোবাইল ফোন হাতে নিয়ে সার্জেন্ট ফয়সাল মামুন কথা বলতে বলতে তিন তলায় ছাদে উঠে যায়। এসময় হঠাৎ করে তিনি পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন ।

হাই ভোল্টের তারে জড়ানোর সাথে সাথেই তার শরীরে আগুন ধরে যায়। এসময় তিনি চিৎকার দিয়ে পরে যান এবং তার একটি হাতে অংশ ছিড়ে মাটিতে পড়ে য়ায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তিন তলা থেকে তার মরদেহ উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠান ।

গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন । বুধবার তার লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার