Top

সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৫

০৬ জুন, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি :

রোববার (৬ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বজ্রপাতে স্কুলছাত্র ও গৃহিনীসহ ৫জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম, বেলকুচির চর সমেশপুর গ্রামের লাইলি বেগম, সলঙ্গার আঙ্গারু গ্রামের রফিকুল ইসলাম ও শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের কৃষক জুয়েল রানা ও বাতিয়া গ্রামের কৃষক আলহাজ পণ্ডিত।

উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, ফরিদুল মাঠে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে আগদিঘল গ্রামের কাছে পৌঁছালে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউপি চেয়ারম্যান হাসিবুল হক জানান, রোববার বিকেল ৫ টার দিকে প্রচন্ড বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে কোনাবাড়ি মাঠে ধান কাটারত অবস্থায় কৃষক জুয়েল এবং বাতিয়া মাঠে খড় শুকানোর সময় কৃষক আলহাজ্ব আলী ঘটনাস্থলেই মারা যান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে গৃহিনী লাইলী বেগমের মৃত্যু হয়। সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, রোববার সন্ধ্যা পৌণে ৭ টার সময় মাঠের মধ্যে রফিকুল ইসলাম নিজের খামারে হাঁস পালনের কাজ করার সময় বজ্রপাতে মারা যায়। বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার