Top

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫৯.৩৪ শতাংশ

০৯ জুন, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫৯.৩৪ শতাংশ

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১৮২ নমুনা পরিক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন নতুন করে ১০৮ জন। শনাক্তের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ করোনা শনাক্তের হার।

আর একইসময় করোনা উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। এদের মধ্যে দুই জনের বাড়ি সাতক্ষীরা শহরে, একজনের বাড়ি শ্যামনগর উপজেলায় ও একজনের বাড়ি সদর উপজেলার আগরাতলা এলাকায়।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। দিন দিন করোনার উর্ধ্বগতি হচ্ছে সাতক্ষীরায়। গত শনিবার (০৫ জুন) থেকে জেলাব্যাপী কঠোর লকডাউন চলছে। লকডাউনের ফলে করোনা পরিস্থিতি কমছে কিনা সেটি জানা যাবে ১৪ দিন পর।

শেয়ার