Top

বেড খালি না থাকায় খুলনা করোনা হাসপাতালে রোগী ভর্তি স্থগিত

১০ জুন, ২০২১ ২:৫০ অপরাহ্ণ
বেড খালি না থাকায় খুলনা করোনা হাসপাতালে রোগী ভর্তি স্থগিত

শয্যা খালি না থাকায় খুলনা করোনা হাসপাতালে রোগী ভর্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। হাসপাতালে মোট বেডের সংখ্যা ১০০টি। বর্তমানে রোগী ভর্তি আছেন ১৩০ জন। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, বৃহস্পতিবার সকাল আটটায় রোগী ভর্তি ছিল ১২৬ জন। পরে আরো চারজন ভর্তি হন। কিন্তু শয্যা খালি না থাকায় এখন আর কোনো রোগী ভর্তি করা সম্ভব নয়। শয্যা খালি হলে রোগী ভর্তি করা যাবে।

ঈদের পর থেকে সংক্রমণ ও রোগী বৃদ্ধির হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। রাজশাহী, খুলনা, বাগেরহাটসহ সীমান্তবর্তী এলাকায় সংক্রমণের হার বেশি।

এক মাসের বেশি সময় পর গত মঙ্গলবার দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়ায়। বুধবার দৈনিক শনাক্ত আড়াই হাজার ছাড়িয়ে যায়। এই দুই দিনই রোগী শনাক্তের হার ১২ শতাংশের ওপরে ছিল।

শেয়ার