Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

পাবজির নতুন আকর্ষণ রকেট ব্যাটেল

১৪ জুন, ২০২১ ৮:২৩ অপরাহ্ণ
পাবজির নতুন আকর্ষণ রকেট ব্যাটেল
নিজস্ব প্রতিবেদক :

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেইম পাবজি মোবাইল-এর নতুন ফিচার হতে যাচ্ছে ট্র্যাভার্স-ইনসেক্টয়েড মোড। ৫ই জুলাই পর্যন্ত এই মোডে উপভোগ করা যাবে রোমাঞ্চে ভরপুর এবং সম্পূর্ণ নতুন ধারার ব্যাটেল রয়্যাল এক্সপেরিয়েন্স। আনলিমিটেড হোমিং মিসাইলে ভরপুর এই গেইম মোডে ইনসেক্টয়েড প্লেয়ারদের একে অপরের বিরুদ্ধে লড়াই হবে আরও ফাস্ট, এক্সপ্লোসিভ এবং স্বাভাবিক প্লেয়ারদের আক্রমণ থেকেও সুরক্ষিত থাকা যাবে।

ট্র্যাভার্স-ইনসেক্টয়েড মোড-এ এক অনন্য প্রযুক্তির মাধ্যমে প্লেয়াররা একটি পতঙ্গের আকারে নিজেদের রূপান্তর করতে পারবে। ইরাঙ্গেল থিমের নতুন মোডে প্লেয়াররা ৫ টি নতুন ল্যাব দেখতে পাবে যার প্রতিটিতে থাকবে একটি রহস্যে ঘেরা কোয়ান্টাম ট্রান্সফরমেশন ডিভাইজ। যেসব প্লেয়াররা এই ডিভাইজের সংস্পর্শে আসবে তারা অতি ক্ষুদ্র একটি আকারে রূপান্তরিত হয়ে যাবে। এই আকার ধারণ করলে প্লেয়াররা কোন ইক্যুইপমেন্ট বহন করতে পারবে না তবে হোমিং মিসাইল লঞ্চার ব্যবহার করতে পারবে তাও আবার আনলিমিটেড।

এছাড়া প্লেয়াররা ল্যাবের ভিতর উড়ে বেড়াতে পারবে। তবে খেয়াল রাখতে হবে যে ল্যাব থেকে একটি নির্দিষ্ট সীমানার বাইরে চলে গেলে প্লেয়াররা পুনরায় স্বাভাবিক আকারে চলে আসবে। ইনসেক্টয়েড প্লেয়াররা সাধারণ অস্ত্রের আক্রমণ থেকে সুরক্ষিত তবে প্যান অ্যাটাকের মাধ্যমে তাদের ধরাশায়ী করা সম্ভব।

ইনসেক্টয়েড আকারে ম্যাপে ঘুরে বেড়াতে, প্লেয়াররা লাইট পয়েন্ট সংগ্রহ করতে পারবে যার ফলে তারা ওয়ার্মহোল ব্যবহার করতে পারবে। প্রতিটি লাইট থেকে ৫ লাইট পয়েন্ট পাওয়া যায় এবং কোন প্লেয়ার ৪০ লাইট পয়েন্ট সংগ্রহ করলেই ওয়ার্মহোল ডিভাইজ ব্যবহার করতে পারবে, যার মাধ্যমে এক ল্যাব থেকে অন্য ল্যাবে টেলিপোর্ট করা যাবে।

শুধুমাত্র ইনসেক্টয়েড আকারেই লাইট পয়েন্ট পাওয়া যাবে। স্বাভাবিক প্লেয়াররা এনার্জি স্টোর ব্যবহার করে কমব্যাট সাপ্লাই হিসেবে লাইট পয়েন্ট অদল-বদল করতে পারবে। মনে রাখতে হবে, ট্র্যাভার্স-ইনসেক্টয়েড মোড খেলতে হবে সাধারণ ম্যাচের মতোই, সকলকে টপকে টিকে থাকতে হবে শেষ পর্যন্ত।

শেয়ার