Top
সর্বশেষ

‘পানি খান’ কোকের বোতল সরিয়ে বললেন রোনালদো

১৫ জুন, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ
‘পানি খান’ কোকের বোতল সরিয়ে বললেন রোনালদো

রোনালদোর ইউরোর মিশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ শুরুর আগে সোমবার হয়েছে এই সংবাদ সম্মেলন। সেখানে টেবিলে রাখা ছিল দুটি কোকা-কোলার বোতল। রোনালদো এসে তাক্ষণিক বোতল দুটি দৃষ্টি সীমানার বাইরে রেখে দেন। এর বদলে কাছেই রাখা পানির বোতল হাতে উঁচিয়ে ধরেন তিনি। আর বলেন, ‘পানি পান করুন।’ ইঙ্গিতটা এমন ছিল যে কোকা কোলার চেয়ে পানি সবচেয়ে ভালো বিকল্প। এমন ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে গণহারে।

তবে রোনালদো এ বার্তায় আরো একবার স্পষ্ট তিনি ফিটনেস এবং স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন। ফিটনেস নিয়ে রোনালদোর সচেতনতা আজকের নয়। বছরের পর বছর কঠোর পরিশ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল জীবনযাপন করে আসছেন। এতে মাঠের পারফরম্যান্সে নিজেকে নিয়ে গেছেন চূঁড়ায়।

শুধু নিজের-ই নয় ছেলের ফিটনেস নিয়েও বেশ সচেতন রোনালদো। গত বছর দুবাইয়ে শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার নেওয়ার সময় ছেলের সম্ভাবনা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল।রোনালদো কোনো রাগঢাক না রেখে বলেন, ‘আমার ছেলের সম্ভাবনা আছে। দেখা যাক সে গ্রেট ফুটবলার হতে পারে কি না। প্রায় ওকে কোকা কোলা, চিপস খেতে দেখি। যা আমাকে বিরক্ত করে। বকা দিলে লুকিয়ে নেয়। আবার আমি ঘরে না থাকলে সেগুলো বের করে খেতে শুরু করে। আমি চাই সে এগুলি এড়িয়ে চলুক। ছোট বলে হয়তো বুঝতে পারছে না। মাত্র ১০ বছর। এগুলো শরীরের জন্য মোটেও ভাল নয়।’

শেয়ার