Top

রামেকে আরও ১০ জনের মৃত্যু

১৯ জুন, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ
রামেকে আরও ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া করোণা ইউনিটে মৃত ১০ জনের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। এদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেকের বিভিন্ন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৫ জন ছিলেন।

এরমধ্যে করোনায় রাজশাহীর ৩ জন ও উপসর্গ নিয়ে রাজশাহীর ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৫ জন মারা গিয়েছেন। মৃতদের স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের নির্দেশনা দেয়া হয়েছে।

এ নিয়ে চলতি মাসের ১৮ দিনে (১ জুন থেকে ১ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯৩ জন। এর মধ্যে ১০৫ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা উপসর্গে মারা যান।

শেয়ার