Top
সর্বশেষ

রাতে মুখোমুখি জার্মানি-পর্তুগাল

১৯ জুন, ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ
রাতে মুখোমুখি জার্মানি-পর্তুগাল

হাঙ্গেরিকে ৩-০ হারিয়ে ইউরোতে শুভ সূচনা করেছে পর্তুগাল। অন্যদিকে প্রথম ম্যাচেই ফ্রান্সের বিপক্ষে ০-১ হেরে গিয়েছে জার্মানি। শেষ ষোলোয় খেলার আশা বাঁচিয়ে রাখার জন্য আজ জিততেই হবে মুলারদের। অন্যদিকে আজ জার্মানিকে হারাতে পারলেই এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলো নিশ্চিত করবে রোনালদো। বাংলাদেশ সময় রাত ১০ টায় মুখোমুখি এই দুই জায়ান্ট।

হেড টু হেডে এগিয়ে আছে জার্মানি। মুখোমুখি হওয়া ১৮ ম্যাচের ১০টিতেই জয়, ড্র ৫টি ও হার ৩টিতে। নিজেদের দেখা হওয়া শেষ ম্যাচটিও ছিলো বৈশ্বিক টুর্নামেন্টে। ২০১৪ বিশ্বকাপে মুলারের হ্যাটট্রিকে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পায় জার্মানরা। এরপর আর মুখোমুখি হয়নি দুই জায়ান্ট। তাই দু’দলের লড়াইটা হবে সমানে সমান।

এদিকে একই গ্রুপের আরেক ম্যাচে সন্ধ্যা ৭টায় হাঙ্গেরির প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শেষ ম্যাচে তিনবারের ইউরোজয়ী স্পেনের মুখোমুখি হবে পোল্যান্ড। ম্যাচ শুরু রাত ১টায়।

শেয়ার