Top

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪

২১ জুন, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪

রোববার (২০ জুন) সকাল ৬টা থেকে সোমবার (২১ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে আটকদের কাছ থেকে ৩১৫ গ্রাম হেরোইন, ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ৫৪২ পিস ইয়াবা, ১ হাজার ৮০ বোতল বিয়ার ও ৩৪টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ইফতেখায়রুল ইসলাম।

শেয়ার