Top

কোটালীপাড়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

২১ জুন, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দিনব্যাপী পল্লী যুব উন্নয়ন সংঘ ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের অর্থায়নে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়েছে।

সোমবার (২১ জুন) উপজেলার কুশলা নেছারিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা হলরুমে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি ইমদাদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় কুশলা নেছারিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো: বাকের হোসেন, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জামান, সাবেক ইউপি সদস্য হাবিবুল্লাহ সিকদার, পল্লী উন্নয়ন যুব সংঘের সহ-সভাপতি নজরুল ইসলাম, মো: শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সম্পাদক মো: মিজানুর রহমান, সদস্য মোঃ মহিবুল্লাহ উপস্থিত ছিলেন।

পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি ইমদাদুল হক বলেন, চক্ষু ক্যাম্পে ৫০০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ জন রোগীকে চোখ অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এসব রোগীদের আজ সোমবার বিকেল থেকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্বাবধানে পর্যায়ক্রমে অপারেশন করা হবে।

শেয়ার