Top

এবার প্যানেল মেয়রের পদ হারালেন সেই স্বপন

২১ জুন, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
এবার প্যানেল মেয়রের পদ হারালেন সেই স্বপন

টাঙ্গাইল প্রতিনিধি:

এবার প্যানেল মেয়রের পদ হারালেন প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করা হাফিজুর রহমান স্বপন। সোমবার (২১ জুন) দুপুরে এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর। অফিস আদেশে উল্লেখ করা হয়, হাফিজুর রহমান স্বপনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হওয়ায় প্যানেল মেয়র ১ এর দায়িত্ব স্থগিত করা হয়েছে। তদস্থলে কাউন্সিলর ও প্যানেল মেয়র -২ তানভীর হাসান ফেরদৌস নোমান প্যানেল মেয়র ১ এর দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ৫ জুন প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন শহরের আকুর টাকুর পাড়ায় একটি জমি পরিমাপকে কেন্দ্র করে ওই জমির মালিক প্রয়াত আশরাফ চৌধুরীর জামাতা মফিজুর রহমান এর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথা বলার একপর্যায়ে তিনি তাঁকে বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মানি না। এ ছাড়াও তিনি নানা অশ্লীল বক্তব্য দেন। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই তাঁকে বহিষ্কারের দাবি জানান। এ নিয়ে শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ মজিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দেন হাফিজুর রহমান স্বপনকে দল থেকে বহিষ্কার করা না হলে তিনি পদত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তির কারণে গত ৯ জুন হাফিজুর রহমান স্বপনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় পৌর কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ ছাড়া মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় শহরের আকুরটাকুর পাড়ার প্রয়াত আশরাফ চৌধুরীর জামাতা মফিজুর রহমান টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রোববার (১৩জুন) দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের স্বাক্ষরিত এক চিঠিতে হাফিজুর রহমান স্বপনের টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

মুঠোফোন বন্ধ থাকায় ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ হাফিজুর রহমান স্বপনের বক্তব্য নেয়া যায়নি।

শেয়ার