Top

তিস্তায় পানি বৃদ্ধি ২ হাজার পরিবার পানি বন্দি

২১ জুন, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
তিস্তায় পানি বৃদ্ধি ২ হাজার পরিবার পানি বন্দি

রংপুর প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা ঢলে রংপুরের গংগাচড়া উপজেলায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চলসহ নদীবর্তী এলাকার প্রায় ২ হাজার পরিবার পানিবন্ধি হয়ে পরেছে। নিচু এলাকার গ্রমিীন সড়ক পানির নীচে তলিয়ে গেছে।

কোলকোন্দ ইউনিয়নের চেয়ারম্যান সোরাব হোসেন বাজু জানান, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, মুটুক পুর, বিনবিনিয়া চরের ১২শ পরিবার পানিবন্দি হয়ে পরেছে। এছাড়াও লক্ষিটারি ইউনিয়নের শংকরদহ, চর ইসলি এলাকার ৬শ পরিবার ও গজঘন্টা ইউনিয়নের ছালাপাক, জয়দেব এলাকার ২শ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

বাড়িতে পানি প্রবেশ করায় অনেক পরিবার তাদেও গরু,ছাগলসহ মালামাল নিয়ে উচু জায়গায় আশ্রয় নিয়েছে। পানিবৃদ্ধি পাওয়ায় কোলকোন্দ ইউনিয়নের কোলকোন্দ ইউনিয়নে বিনবিনিয়া এলাকায় সেচ্ছাশ্রমে নির্মিত বাঁধটি আবারো ভাঙ্গনের মুখে পরেছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বীপদ সীমার ১৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডেও ইপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া কবীর জানান, সোমবার সকাল থেকে পানি কিছুটা বৃদ্ধি পেলেও দুপুরের পর থেকে নদীতে পানি কমতে শুরু করেছে।

শেয়ার