সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৭ দশমিক ১৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৪৬ বারে ৬ লাখ ৬১ হাজার ৪০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী-পার্লের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯৫ বারে ২ লাখ ৪৯ হাজার ৯৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৩৯ বারে ৫ লাখ ৮৬হাজার ৩৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-গ্রীন ডেলটা ইন্স্যুরেন্সেরর ৬.৪৪ শতাংশ, ফার ইস্ট ইন্স্যুরেন্সের ৫.৯৮ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৮৮ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৫.৫১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪৮ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫.১৮ শতাংশ ও দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.০৭ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস