Top
সর্বশেষ

মাঠ নিয়ে সমালোচনা করায় ব্রাজিল কোচকে জরিমানা

২৫ জুন, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ
মাঠ নিয়ে সমালোচনা করায় ব্রাজিল কোচকে জরিমানা

বৃহস্পতিবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পায় ব্রাজিল। ওই ম্যাচে শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় পায় তারা। কলম্বিয়া ম্যাচের পর কোপা আমেরিকার মাঠের সমালোচনা করেন ব্রাজিল কোচ তিতে।

তিনি বলেছিলেন, ‘খেলার জন্য এটা খুবই খারাপ একটা মাঠ। স্বাভাবিক গতি ধীর করে দেয় এরকম মাঠ, এর ফলে যারা সৃষ্টিশীল খেলা খেলতে চায়, তারা তা পারেন না।’

এই সময়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোপা আমেরিকা আয়োজনেরও সমালোচনা করেন তিতে। ইউরোপে দারুণ পিচে খেলে এসে কোপায় এই ধরনের পিচে খেলা ফুটবলারদের জন্য কষ্টের বলে জানান তিনি। এবারের কোপা শুরুর আগে এই টুর্নামেন্ট আয়োজনের বিপক্ষে থাকার কথা জানিয়েছিলেন ব্রাজিলের ফুটবলাররা।

ওই সময়ও তাদের সমর্থন দিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের রোষানলে পড়েছিলেন তিতে। এবারের কোপা আমেরিকা হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া ও করোনার কারণে আয়োজকের তালিকা থেকে সরে যায় আর্জেন্টিনা। পরে তাড়াহুড়ো করে ব্রাজিলে কোপা আয়োজনের সিদ্ধান্ত নেয় কনমেবল।

শেয়ার