Top

করোনা পজিটিভ বাড়ীতে লাল পতাকা থাকবে

২৬ জুন, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
করোনা পজিটিভ বাড়ীতে লাল পতাকা থাকবে

মানিকগঞ্জ প্রতিনিধি:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, গত বছরের ন্যায় এবারও যেখানেই করোনা পজিটিভ দেখা যাবে সেখানেই লাল পতাকার ব্যবস্থা করা হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়াস্থ নিজ বাসভবনে জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের সাথে সাক্ষাৎ কালে মন্ত্রী এসব কথা বলেন।

এছাড়াও মন্ত্রী করোনার ভ্যাকসিন প্রসংগে বলেন, ভ্যাকসিন তৈরির বিষয়টি আমরা খুবই আগ্রহের সাথে গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীও এ বিষয়ে খুব আন্তরিক, আমাদেরকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন। সে মোতাবেক দেশী বিদেশি এক্সপার্টের সমন্বয়ে কয়েকদফা মিটিংও করেছি। তাদেরকে এই বিষয়ে একটা প্রফাইল তৈরী করতে বলা হয়েছে। আমরা গোপালগঞ্জের ওষুধ ফ্যাক্টরীর পাশেই এই ভ্যাকসিন তৈরির ব্যবস্থা গ্রহণ করেছি। তবে ভ্যাকসিন তৈরি একটু সময় লাগবে।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আকবর আলী খান ও গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার উপস্থিত ছিলেন ।

শেয়ার