Top

ঠাকুরগাঁওয়ে শনাক্তের হার ৪৫ শতাংশেরও বেশি

২৭ জুন, ২০২১ ১২:২৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে শনাক্তের হার ৪৫ শতাংশেরও বেশি

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলায় শনিবার একদিনে ৫ জন করোনা সংক্রমিত রোগী মারা গেছেন। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২০ জন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, শনিবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন ১২০জন ( সদর উপজেলায় ৫৬ জন ; রানীশংকৈলে-১৭ জন, বালিয়াডাঙ্গীতে-২৪ জন, পীরগঞ্জে ০৯ জন ও হরিপুরে ১৪ জন ) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। মোট ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৪৫ দশমিক ২৮ শতাংশ।

তাছাড়া এদিন করোনা সংক্রমিত ঠাকুরগাঁও সদরে ৮০ বছর বয়সের একজন পুরুষ, রাণীশংকৈলে ৬৬ বছর ও ৭০ বছর বয়সের দুজন পুরুষ, পীরগঞ্জে ৪৮ বছর বয়সের একজন পুরুষ এবং বালিয়াডাঙ্গীতে ৩৫ বছর বয়সের একজন পুরুষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন আরো জানান, ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২৯৬৯ জন, যাদের মধ্যে ১৭২২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং এপর্যন্ত মৃত্যু ৭২ জন।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসন প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, শনিবার ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৪ টি মামলায় বিভিন্ন জনকে ২৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার