Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

এভারকেয়ার হসপিটাল-এর বেসিক লাইফ সাপোর্ট ক্যাম্পেইন

২৭ জুন, ২০২১ ৫:২৩ অপরাহ্ণ
এভারকেয়ার হসপিটাল-এর বেসিক লাইফ সাপোর্ট ক্যাম্পেইন
নিজস্ব প্রতিনিধি :

“বেসিক লাইফ সাপোর্ট” নামক এক নতুন ফার্স্ট রেসপন্ডার প্রশিক্ষণ প্রোগ্রাম নিয়ে এসেছে এভারকেয়ার হসপিটাল। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রাথমিকভাবে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলিতে সুরক্ষা কর্মীদের মতো ফার্স্ট রেসপন্ডারদের প্রশিক্ষণ দেয়া হবে। অদূর ভবিষ্যতে অ্যাম্বুলেন্স ফ্লিট অপারেটর, পুলিশ এবং অন্যান্য ফার্স্ট রেসপন্ডারদেরও এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা করছে হসপিটাল চেইনটি।

সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর নিকুঞ্জ-১ আবাসিক এলাকা এবং চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই ক্যাম্পেইনটি শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের লক্ষ্য ঢাকার ১০ টি এবং চট্টগ্রামের ১০ টি এলাকার নিরাপত্তা কর্মীদের প্রথম ব্যাচে প্রশিক্ষণ দেওয়া। বেসিক লাইফ সাপোর্ট এবং জরুরী স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রশিক্ষণের পাশাপাশি এভারকেয়ার প্রাথমিক চিকিত্সার কিটও সরবরাহ করবে।

চলমান প্রশিক্ষণ প্রোগ্রাম নিয়ে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের কনসালটেন্ট ডা: মোহাম্মাদ হাসান আন্দালিব বলেন, “ঢাকা এবং চট্টগ্রামে এমন অনেক প্রবীণ নাগরিক বসবাস করেন, যাদের জন্য জরুরি চিকিৎসা সেবা পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য মূলত প্রবীণ নাগরিকদের এবং অন্যান্য লোকদের সেবা নিশ্চিত করা যাদের জরুরী চিকিত্সার প্রয়োজন হতে পারে”।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের কোঅর্ডিনেটর এবং কনসালটেন্ট ডা: রিভু রাজ চক্রবর্তী বলেন, “জরুরি চিকিৎসা সেবা প্রদান একটি জটিল অভিজ্ঞতা এবং চলমান মহামারীতে পর্যাপ্তভাবে এই সেবাদানের বিষয়টি আরও কষ্টকর হয়ে পড়েছে। সেই জন্য বর্তমানে সাধারণ জনগণকে এ বিষয়ে সঠিক শিক্ষা প্রদান গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। ঢাকা ও চট্টগ্রামে বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিতকারী সর্ববৃহৎ হসপিটাল চেইন হিসেবে জনকল্যাণ নিশ্চিতের প্রতিশ্রুতি রক্ষার্থে এই “বেসিক লাইফ সাপোর্ট” ক্যাম্পেইনটি আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ।”

এভারকেয়ার গ্রুপ রাজধানী এবং বন্দরনগরীতে তাদের মাল্টি ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল স্থাপন করেছে। সেই সাথে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি এভারকেয়ার হসপিটাল ঢাকা দেশের প্রথম এবং একমাত্র জেসিআই স্বীকৃত হসপিটাল হিসেবে পরিচিতি লাভ করেছে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, বন্দরনগরীর সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট এবং ৪ লক্ষ ৯২ হাজার বর্গফুট আয়তনের উপর নির্মিত সর্ববৃহৎ টারশিয়ারি কেয়ার হসপিটাল।

শেয়ার