Top
সর্বশেষ

ঠাকুরগাঁও আক্রান্ত ৫৭ শতাংশেরও বেশি

২৮ জুন, ২০২১ ৩:১৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁও আক্রান্ত ৫৭ শতাংশেরও বেশি

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলায় রবিবার একদিনে আরো একজন করোনা সংক্রমিত রোগী মারা গেছেন। এপর্যন্ত মারা গেলেন মোট ৭৩ জন। ২০১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১৫ জন। শনাক্তের হার ৫৭ দশমিক ২১ শতাংশ।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় নতুন ১১৫ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৬৬ জন, বালিয়াডাঙ্গীতে ১৪ জন, পীরগঞ্জে ১৩ জন, রাণীশংকৈলে ১০ জন এবং হরিপুরে ১২ জন। হরিপুরে একজন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন আরো জানান, ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩০৮৪ জন, যাদের মধ্যে ১৭৪৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং এপর্যন্ত মৃত্যু ৭৩ জন।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসন প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, রবিবার ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ টি মামলায় বিভিন্ন জনকে ২৮ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার