Top
সর্বশেষ

সিরাজগঞ্জে কঠোর লকডাউন না মানায় ১৫৯ জনকে জরিমানা

০৭ জুলাই, ২০২১ ১:৫০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে কঠোর লকডাউন না মানায় ১৫৯ জনকে জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

করোনার সংক্রমণরোধে কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ অমান্য করে বিনা কারণে বাইরে ঘোরাফেরার অপরাধে ১৫৯ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ ৯টি উপজেলায় বিনা কারণে বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ১১৮টি মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালতে এসব মামলায় ১৫৯ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১ লাখ ৩ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়। জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার