Top
সর্বশেষ

চট্টগ্রামে পৌঁছেছে সিনোফার্ম ও মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা

১১ জুলাই, ২০২১ ৩:৩৫ অপরাহ্ণ
চট্টগ্রামে পৌঁছেছে সিনোফার্ম ও মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা
চট্টগ্রাম প্রতিনিধি :

করোনাভাইরাস প্রতিষেধক আমেরিকার তৈরি মডার্না এমআরএনএ ও চীনের তৈরি সিনোফার্মের ১ লাখ ৮৪ হাজার ডোজ চট্টগ্রামে পৌঁছেছে। মঙ্গলবার (১৩ জুলাই) থেকে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

রোববার (১১ জুলাই) সকাল ৭টায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ে মডার্নার ২২ ও সিনোফার্মের ৯৮ কার্টন ভ্যাকসিন এসে পৌঁছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে এ ভ্যাকসিন আসার তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, মর্ডানার ২২ কার্টুন ও সিনোফার্মের ৯৮ কার্টুন ভ্যাকসিন চট্টগ্রামে এসেছে। মর্ডানার প্রতি কার্টুনে ৪শ ভায়াল ও প্রতি ভায়ালে ১০ ডোজ করে মোট ১ লাখ ৫ হাজার ৬শ ডোজ এবং সিনোফার্মের প্রতি কার্টুনে ৪শ ভায়াল ও প্রতি ভায়ালে ২ ডোজ করে মোট ৭৮ হাজার ৪শ ডোজ ভ্যাকসিন রয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, মর্ডানার ভ্যাকসিন মহানগরীর ৯টি কেন্দ্রে ও সিনোফার্মের ভ্যাকসিন উপজেলা পর্যায়ে রেজিস্ট্রেশনকারীদের মাঝে প্রয়োগ করা হবে। যাদের বয়স ৩৫ বছর থেকে অধিক তারা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন সাপেক্ষে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

গত ৩১ জানুয়ারি ১ম দফায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪ লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৩ লাখ ৬ হাজার ডোজ এবং ১৮ জুন সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২’শ ডোজ করোনার ভ্যাকসিন চট্টগ্রামে আসে। ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়।

এদিকে আগামী সপ্তাহ থেকে ফের গণ টিকাদান কার্যক্রম শুরু করতে টিকা প্রধানকারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে শনিবার (১০ জুলাই) থেকে। এ দিন প্রতিটি টিকাদান কেন্দ্র থেকে ৮ জন করে প্রশিক্ষণ দেয়া হয়। যা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

শেয়ার