Top
সর্বশেষ

মানিকগঞ্জে নতুন করে ৬৬ জনের করোনা শনাক্ত, মৃত ১

১১ জুলাই, ২০২১ ৬:২৮ অপরাহ্ণ
মানিকগঞ্জে নতুন করে ৬৬ জনের করোনা শনাক্ত, মৃত ১
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং নমুনা সংগ্রহ ছিল ২৭৫ টি। সেইসাথে জেলায় আক্রান্তের হার ২৪ শতাংশ। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

আজ রবিবার ১১ জুলাই বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জে সদরে ২৩ জন, হরিরামপুরে ১২ জন, শিবালয়ে ১১ জন, সিংগাইরে নয় জন, ঘিওরে সাত জন, সাটুরিয়ায় তিনজন ও দৌলতপুর উপজেলায় একজন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তার বাড়ি হরিরামপুর উপজেলায়। এ পর্যন্ত জেলাটিতে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৫৯ জনে।

তিনি আরও জানান, জেলায় এপর্যন্ত ২৪ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার দুই জনের দেহে। ইতোমধ্যে ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়েছেন। অন্যান্যরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ, করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে মানিকগঞ্জসহ আরও ৭টি জেলায় লকডাউন চলছে গত ২২ জুন থেকে।

শেয়ার