কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা। ইউরো কাপ চ্যাম্পিয়ন চিয়েলিনির ইতালি। কিন্তু দুই মহাদাশের চ্যাম্পিয়নের মধ্যে সেরার সেরা কোন দল। তা নির্বাচনের জন্যই হতে চলেছে সুপার কাপ। দুই চ্যাম্পিয়নকে নিয়ে এক ম্যাচের ফাইনাল আয়োজন করতে যাচ্ছে কনমেবল ও উয়েফা। সব ঠিক থাকলে এ বছরের শেষের দিকে মাঠে গড়াবে দুই জায়ান্টের শিরোপা লড়াই। যার নাম প্রস্তাব করা হয়েছে ডিয়েগো ম্যারাডোনা সুপার কাপ।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশপাশি ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে ইতিহাস রচনা করে দলকে সিরি এ জেতানোর জন্য আজও বন্দর শহরে আলোচনায় ম্যারাডোনা। সেই কারণেই দুই দলের ম্যাচ ইতালির এই শহরে করার পরিকল্পনা করা হচ্ছে বলে শোনা গেছে।
তবে ফুটবলের ব্যস্ত সূচি ও করোনার কথা মাথায় রেখে এই মুহূর্তেই সেই ম্যাচ আয়োজন সম্ভব নাও হতে পারে। তবে ২০২২ কাতার বিশ্বকাপের আগেই সুবিধাজনক কোনো সময়ে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে এ বিষয়ে নিশ্চিত করে কোনো কিছু জানায়নি কনমেবল ও উয়েফা।